How To Create Order and Verify Email


এক্সচেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই একটি একাউন্ট থাকতে হবে এবং ইমেইলটি ভেরিফাইড করে নিতে হবে।

আপনার অ্যাকাউন্টটি লগইন করুন। যদি আপনার কোন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইনআপ করে এবং ইমেইলটি ভেরিফাইড করে লেনদেন শুরু করতে পারেন।

ইমেইল ভেরিফাইড যেভাবে করবেনঃ Verefication পেজে ক্লিক করতে হবে এর পর

এরপর আপনার E-mail ওপেন কেরুন এবং আমরা যে E-mail টি পাঠিয়েছি সেটি ওপেন করে Link টি তে ক্লিক করুন তাহেল দেখবেন কিছুক্ষনের মধ্যই আপনার Account টি E-mail Verefied হয়ে গেছে।

Exchange Complete এর ধাপ সমুহঃ

১. প্রথম ধাপ: প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোনটা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন। ধরুন এখানে আমরা পারফেক্ট মানি এক্সচেঞ্জ করতে যাচ্ছি তাহলে (YOU SEND) অপশনে আপনাকে পারফেক্ট মানি সিলেক্ট করতে হবে এবং (YOU RECEIVE) অপশনে আপনাকে সিলেট করতে হবে আপনি যে একাউন্টে টাকা অথবা ডলার নিতে চান। ধরুন এখানে আপনি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলেন। Exchange বাটুনে চাপ দিন।

২. দ্বিতীয় ধাপ: এখানে প্রথমটিতে আপনার ইমেইল একাউন্ট নম্বরটি দিন দ্বিতীয়টি Here অপশনে আপনি যে একাউন্টে ডলার নিতে চান সেই একাউন্ট নম্বরটি লিখুন এবং Exchange বাটুনে চাপ দিন।

৩. তৃতীয় ধাপ: এখান আপনি Pay বাটুনে চাপ দিন।

 

৪. চতুর্থ ধাপ: এখানে যে একাউন্ট নম্বর দেওয়া আছে সেই নম্বরে Cashout করবেন এবং TrxID দিয়ে Confirm বাটুনে চাপ দিন এবং Payment Proof হিসাবে ট্রানজেকশন স্ক্রিনশট যুক্ত করতে হবে। তারপর  Upload বাটুনে চাপ দিন।

 

 

 

এখন আপনার ধাপ গুলো সম্পন্ন হয়েছে। ৫ থেকে ৬০ মিনিটের ভিতরে এডমিন আপনার লেনদেনটি সম্পন্ন করবে।